ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১০ টার মধ্যে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ট্রেনে কাটা পড়ে শরীর থেকে বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পরিচয় সনাক্ত করা যাচ্ছে না। এছাড়া ঘটনার পর থেকে কেউ ওই ব্যক্তির খোঁজ নিতে আসেনি।

রেলওয়ে পুলিশ বিচ্ছিন্ন অঙ্গগুলো উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো.শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এক ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছি।

 তবে তার পরিচয় পাওয়া যায়নি।

শরীর থেকে অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চেনা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, বিচ্ছিন্ন অঙ্গগুলো উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এখনো পর্যন্ত কেউ আসেনি।

বাংলাদেশ সময়: ২১২৭ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।