ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চসিকের নতুন অ্যাপস উদ্বোধন করলেন মেয়র নাছির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
চসিকের নতুন অ্যাপস উদ্বোধন করলেন মেয়র নাছির চসিকের নতুন অ্যাপস উদ্বোধন করলেন মেয়র নাছির। ছবি: সোহেল সরওয়ার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: স্মার্টফোনের আইকন ছুঁয়ে সিটি করপোরেশনের অ্যাপস উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

সোমবার (৩১ জুলাই) দুপুরে শহীদ প্রকৌশলী শামসুজ্জামান ও নুর হোসেন মিলনায়তনে (আইইবি, চট্টগ্রাম) সুধী সমাবেশে মেয়র নতুন অ্যাপসটি উদ্বোধন করেন। চসিকের ২০১৬-১৭ অর্থবছরের উন্নয়ন কার্যক্রম অবহিতকরণের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

মেয়রের একান্ত সচিব মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা।

মো. সামসুদ্দোহা বলেন, চসিক সেবাধর্মী প্রতিষ্ঠান।

নগরবাসীর সেবার মান আরও বাড়াতে দুই বছর আগে মেয়র নির্বাচিত করেছেন। ৬০ লাখ নগরবাসীকে এ অনুষ্ঠানে হাজির করতে পারিনি। কিন্তু তাদের প্রতিনিধি ও সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছি। তাদের মাধ্যমে চট্টগ্রামবাসী তথা দেশবাসী জানতে পারবেন।

তিনি বলেন, বিলবোর্ড উচ্ছেদ, রাতের বেলা বর্জ্য অপসারণ, ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে উত্তরোত্তর সাফল্য অর্জিত হয়েছে। কিছু সড়কে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যর্থতা চসিকের একার নয়। বিভিন্ন সংস্থার উন্নয়নকাজ, খোঁড়াখুঁড়ির কারণে এমনটি হচ্ছে। চসিক দ্রুততম সময়ের মধ্যে সড়ক মেরামতে বদ্ধ পরিকর।

অ্যাপস ডেভেলপার মো. ফরহাদ বলেন, চসিকের সব সেবা একটি সিঙ্গেল প্লাটফর্মে আনা হয়েছে। শিক্ষা-স্বাস্থ্যসহ চসিকের সব বিভাগ, ট্যাক্স, ই-টেন্ডার, ফরম, জরুরি সেবা, অভিযোগ বক্স, প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা, লাইভ ইত্যাদি ফিচার রয়েছে অ্যাপসে।

সমাবেশে উপস্থিত রয়েছেন সাংসদ ওয়াসিকা আয়শা খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মো. সাহাবউদ্দিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহফুজুল হক শাহ, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চিটাগাং কসমোপলিটন সভাপতি গিয়াস উদ্দিন, মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি আমিনুল হক বাবু, চসিকের কাউন্সিলর ও কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭

এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।