ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইপিজেডে মার্কেটে আগুন, ক্ষতি ১০ লাখ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
ইপিজেডে মার্কেটে আগুন, ক্ষতি ১০ লাখ

চট্টগ্রাম: নগরীর ইপিজেড থানা এলাকার বে-শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার দিনগত রাত ২টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে পুড়ে যাওয়া তিনটি দোকানের মধ্যে দুটি কাপড়ের এবং আরেকটি জুতার দোকান।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের অপারেটর বিশ্বান্তর বড়ুয়া বাংলানিউজকে বলেন, ‘বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই মার্কেটে আগুন লাগে। এতে তিনজন মালিকের তিনটি দোকানে পুড়ে যায়।

পরে খবর পেয়ে ইপিজেড ও বন্দর স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দুইঘণ্টা চেষ্টার পর ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ১ কোটি টাকার জিনিসপত্র উদ্ধার করা গেছে। ’

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।