ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হেডলাইট ছাড়াই চবিতে চলেছে রাতের শাটল ট্রেন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
হেডলাইট ছাড়াই চবিতে চলেছে রাতের শাটল ট্রেন চবির রাতের শাটলটি চলল হেডলাইট ছাড়াই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: কী ভয়াবহ ব্যাপার! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাতের শাটল ট্রেনটি চলাচল করল হেডলাইট ছাড়াই। অবশ্য ভাগ্য ভালো, শাটলটি কোনো দুর্ঘটনায় পতিত হয়নি। তারপরও রেলওয়ে কর্তৃপক্ষের এমন কাণ্ডজ্ঞানহীন ঘটনা ঘটাল। তাও বিশ্ববিদ্যালয়ের মত শাটলে!

শুক্রবার (২৮ জুলাই) রাত আটটা ৪৫ মিনিটের শাটলটি শহর থেকে ক্যাম্পাসে যায়। ক্যাম্পাসে পৌঁছার আগ পর্যন্ত শাটলটি শুধু হর্নই বাজিয়েছে।

এতে শাটলে থাকা শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা আতঙ্কে ছিলেন। কারণ অন্য সময়ে-তো শাটল এরকম হর্ন দিয়ে চলে না।

শাটলটি ক্যাম্পাসে পৌঁছার পর আতঙ্কে থাকা যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী শামিম ট্রেন চালকের কাছে এই বিষয়ে জানতে চান। উত্তরে ট্রেন চালাক জানান, ট্রেনের হেডলাইট নাকি নষ্ট। সড়কে কেউ থাকলে যাতে সরে যায় সেজন্য শহর থেকে ক্যাম্পাসে পৌঁছা পর্যন্ত হর্ন দিয়েছেন।

শামিম বাংলানিউজকে বলেন, ‘যখন শাটলে ছিলাম, আমরা সবাই আতঙ্ক ও ভয়ে ছিলাম। কারণ এরকম-তো হর্ন বাজায় না। হর্নের কারণে কানের পর্দা পর্যন্ত ফেটে যাওয়ার অবস্থা। দুর্ঘটনা ঘটলে এর দায় কে নিত। ’

তিনি বলেন, ‘হেডলাইট ছাড়া ট্রেন চলার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানে না বলে ট্রেন চালক জানিয়েছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানে বলে তিনি জানিয়েছেন। ’

ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার শাহাব উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘এই বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ জানবে। এটি আমাদের বিষয় না। ’

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ওসি এসএম শহীদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘আমি বিষয়টি খবর নিচ্ছি। এভাবে হেডলাইট ছাড়া তো ট্রেন চালানোর কথা না। ’

বাংলাদেশ সময়: ০৩৪৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad