ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ত্রিপুরাপাড়ার আরও ১০ শিশুর জ্বর, হাসপাতালে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
ত্রিপুরাপাড়ার আরও ১০ শিশুর জ্বর, হাসপাতালে ভর্তি ত্রিপুরাপাড়ায় জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ছবি - ফাইল ছবি

চট্টগ্রাম: সীতাকুণ্ডের সোনাইছড়ি বারআউলিয়া ত্রিপুরাপাড়ায় জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সাধারণ জ্বরে আক্রান্ত ৭ জনকে ফৌজদারহাটে এবং হামের লক্ষণ দেখা দেওয়া তিনজনকে চমেকে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এসএম নুরুল করিম রাশেদ বলেন, সকালে ত্রিপুরাপাড়ার ১১ শিশু অসুস্থ হলে জরুরি ভিত্তিতে তাদের ফৌজদারহাট বিআইটিআইডি সংযুক্ত সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়।

জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বাংলানিউজকে জানান, ত্রিপুরাপাড়ায় স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে কোনো শিশু জ্বরে আক্রান্ত হলে কিংবা অসুস্থ হলে দ্রুত যেন ফৌজদারহাটে পাঠিয়ে দেওয়া হয়।

শুক্রবার সকালে স্বাস্থ্যকর্মীরা ১০ জনকে ফৌজদারহাট বিআইটিআইডিতে পাঠান। সেখান থেকে হাম সন্দেহে তিনজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই। হাসপাতালে সুচিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার থেকে আমরা ৬-১৫ বছরের শিশুদের টিকা দেব। প্রায় দেড় মাস পাড়ার শিশুদের স্বাস্থ্যকর্মীরা নজরদারির মধ্যে রাখবেন। কারণ টিকা দেওয়ার পর শিশুদের শরীরে এন্টিবডি তৈরি হতে সময় লাগবে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।