ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইসহাক মিয়া দুঃশাসন উত্তরণে সাহসী রাজনীতিক

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
ইসহাক মিয়া দুঃশাসন উত্তরণে সাহসী রাজনীতিক বক্তব্য দেন খ্যাতিমান সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন

চট্টগ্রাম: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেছেন, রাজনীতিকদের উত্থান-পতন আছে এবং দলের সুসময়-দুঃসময় থাকবেই। বৈরী দুঃসময় যিনি মোকাবেলা করে জয়ী হন তিনিই প্রকৃত রাজনীতিক। ইসহাক মিয়া সেই ধরনেরই একজন সাহসী রাজনীতিক ছিলেন।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক গণপরিষদ সদস্য ইসহাক মিয়া স্মরণে স্বাধীণতা উৎসব উদযাপন পরিষদ চট্টগ্রাম আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে নগরীর জেলা শিশু একাডেমি মিলনায়তনে ড. অনুপম সেন বলেন, বঙ্গবন্ধু জানতেন স্বাধীনতা ছাড়া বাঙালির পরিপূর্ণ মুক্তি অর্জন অসম্ভব।

তাই ১৯৪৮ সাল থেকেই তিনি প্রস্তুতি শুরু করেছিলেন। এ লক্ষ্য অর্জনে গণতান্ত্রিক পথকেই বেছে নিয়েছিলেন।
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইকে উজ্জীবিত করেই ছয় দফা ঘোষণার মধ্য দিয়েই বাঙালির মুক্তির রূপরেখা তৈরি করেন। ছয় দফাকে যারা এক দফায় রূপান্তরে বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচরদের মধ্যে প্রয়াত ইসহাক মিয়া অন্যতম ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফর আলী।

সভাপতির বক্তব্যে স্বাধীনতা উৎসব উদযাপন পরিষদ চট্টগ্রামের মহাসচিব প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক বলেন, ইসহাক মিয়া স্বাধীনতা উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার মধ্যে তারুণ্যের স্পর্ধা দেখেছি।

পরিষদের প্রধান সমন্বয়কারী খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শেখ মাহমুদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক ও চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, চট্টগ্রাম প্রেসক্লাবের সহ সভাপতি মঞ্জুর কাদের মঞ্জু, জেলা শিশু একাডেমির শিশু সংগঠক নার্গিস সুলতানা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি অনুপ বিশ্বাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, শ্রমিক নেতা আবদুল মতিন মাস্টার, মো. কামাল উদ্দিন, সংস্কৃতিকর্মী সঙ্গীতা সানজিদা আক্তার সাজু, মো. ফয়সাল, মো. ইসমাইল প্রমুখ।

সভা শেষে ইসহাক মিয়ার স্মরণে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ২৮ জুলাই ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।