ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুর্গতদের খিচুড়ি দিলেন মন্ত্রীপুত্র মুজিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
দুর্গতদের খিচুড়ি দিলেন মন্ত্রীপুত্র মুজিব পানিবন্দী পরিবারগুলোকে খিচুড়ি ও শুকনো খাবার দেন মন্ত্রীপুত্র মুজিবুর রহমান

চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও এলাকায় কয়েক দিনের ভারী বর্ষণ ও জোয়ারের কারণে পানিবন্দী হয়ে পড়া পরিবারগুলোর মাঝে থিচুড়ি ও শুকনো খাবার বিতরণ করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমান।

বুধবার (২৬ জুলাই) তরুণ আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের পক্ষে দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা এসব খিচুড়ি বিতরণ করেন।  

পানিবন্দী পরিবারগুলোকে খিচুড়ি ও শুকনো খাবার দেন মন্ত্রীপুত্র মুজিবুর রহমান

স্মরণকালের সবচেয়ে বেশি উচ্চতার জোয়ারে চান্দগাঁও জাকির হোসেন কন্ট্রাক্টর বাড়ি, নুরুজ্জামান নাজির বাড়ি, দর্জিপাড়াসহ আশপাশের বিস্তৃত এলাকা পানিবন্দী হয়ে পড়ে।

অনেক পরিবারের চুলাও পানিতে তলিয়ে যায়।

খিচুড়ি বিতরণকালে উপস্থিত ছিলেন চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক, ক্রীড়া সংগঠক আনিসুর রহমান, ছাত্রনেতা মোজাম্মেল হক, আমির হোসেন, জাহাঙ্গীর আলম, মো. আমিন, নুরুল ইসলাম, আব্দুল মান্নান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।