ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অপহরণের পর খুনের দায়ে তিনজনের যাবজ্জীবন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
অপহরণের পর খুনের দায়ে তিনজনের যাবজ্জীবন

চট্টগ্রাম: নগরীতে যুবককে অপহরণের পর খুনের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  একই রায়ে আদালত তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন। 

বুধবার (২৬ জুলাই) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নূরুল ইসলাম এই রায় দিয়েছেন।  

দণ্ডিত তিনজন হলেন, নিজাম উদ্দিন, মোজাম্মেল হোসেন এবং দিদারুল আলম।

 

রায় ঘোষণার পর তিনজনের জামিন বাতিল করে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন অতিরিক্ত মহানগর পিপি আবু জাফর।

২০০২ সালের ১০ এপ্রিল নগরীর চান্দগাঁও থানার খাজা রোড থেকে পূর্ব শত্রুতার জের ধরে আবু বকর নামে এক যুবককে অপহরণ করে আসামিরা।

  এসময় সে বাসা থেকে বেরিয়ে দোকানে মশার কয়েল কিনতে যাচ্ছিল।    দুইদিন পর পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

এই ঘটনায় তার বাবা আবুল হাশেম বাদি হয়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেছিলেন।   ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয় এবং পরের বছরের ২ এপ্রিল অভিযোগ গঠন করা হয়।   মামলায় মোট ১২ জনের সাক্ষ্য নেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭ 
আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।