ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পানিতে ক্ষতিগ্রস্ত সড়ক দেখতে গেলেন মেয়র নাছির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
পানিতে ক্ষতিগ্রস্ত সড়ক দেখতে গেলেন মেয়র নাছির

চট্টগ্রাম: ভারী বর্ষণ, অমাবস্যার জোয়ার, পাহাড়ি ঢল এবং কাপ্তাই বাঁধের ছেড়ে দেওয়া পানিতে ক্ষতিগ্রস্ত সড়ক ঘুরে দেখেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার (২৬ জুলাই) সকালে চকবাজার ওয়ার্ডের কাতালগঞ্জ ৩ ও ৪ নম্বর সড়কের মেরামতকাজের অগ্রগতি প্রত্যক্ষ করেন।

মেয়র চকবাজার ওয়ার্ডে এডিবির আওতায় ৫ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে সড়ক ও নালার নির্মাণকাজও পরিদর্শন করেন।

এ সময় কাজের গুণগতমান ঠিক আছে কিনা তা চসিকের প্রকৌশল বিভাগকে তদারকি ও জনদুর্ভোগ লাঘবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ করতে নির্দেশ দেন।

এরপর তিনি কাতালগঞ্জের শ্রম আদালত পরিদর্শনে যান।

এ সময় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. ফরহাদুল আলম, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, সহকারী প্রকৌশলী মো. মেজবাহ উল আলম, উপ সহকারী প্রকৌশলী আবদুল হামিদ ও কাতালগঞ্জ আবাসিক এলাকা কল্যাণ সমিতির নেতারা  মেয়রের সাথে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।