ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নগরীর দুই জায়গায় শ্রমিকদের অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
নগরীর দুই জায়গায় শ্রমিকদের অবরোধ

চট্টগ্রাম: নগরীর দুই জায়গায় একই সময়ে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (২৫ জুলাই) রাত ৭টার দিকে খুলশী ও পাহাড়তলী থানার দুই জায়গায় একই সময়ে অবরোধ করেন কয়েকশ শ্রমিক।

এই শ্রমিকরা গোল্ডেন হরাইজন লিমিটেড নামের একটি পোশাক কারখানার।

পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি রোডে অবস্থিত সানম্যান গ্রুপের পোশাক কারখানা গোল্ডেন হরাইজন লিমিটেড।

ক্রয়াদেশ সংকট দেখিয়ে চলতি মাসের ২ তারিখ কারখানাটির একটি ইউনিট এক মাসের জন্য লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ।

এতে হঠাৎ করে কর্মহীন হয়ে পড়েন ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে আসা প্রায় ২ হাজার ৯০০ শ্রমিক।

তাদের ধারণা, কারখানাটি আর চালু নাও হতে পারে।

পুলিশ সূত্র জানায়, কারখানাটি খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা খুলশী থানার পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অবরোধ করে। একই সময়ে পাহাড়তলী থানা এলাকার আরও একটি জায়গায় অবরোধ করেন তারা। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়কের ওপর থেকে সরিয়ে দেন।

এ বিষয়ে খুলশী থানার অপারেটর নুরুল আমিন বাংলানিউজকে বলেন, ‘শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেন। ’

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।