ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

খালে পড়ে যাওয়া শিশুর মরদেহ পেলেন ডুবুরিরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
খালে পড়ে যাওয়া শিশুর মরদেহ পেলেন ডুবুরিরা চাক্তাই খাল থেকে ডুবে যাওয়া শিশুর নিথর দেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

চট্টগ্রাম: নগরীর বাকলিয়া আদর্শ উচ্চবিদ্যালয় সংলগ্ন মিয়াখান নগর এলাকায় চাক্তাই খালে পড়ে যাওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের লিডার (ডুবুরি) মুজিবুর রহমান বাংলানিউজকে জানান, তালতলা এলাকায় আট-নয় বছরের একটি শিশু দুপুরে খালে পড়ে যায়।

এরপর বিকেল চারটার দিকে আগ্রাবাদ স্টেশনে খবর দেওয়া হয়। ১৫ মিনিট চেষ্টার পর মরদেহটি পাওয়া যায়।

তিনি জানান, শিশুটির বাবা-মা হয়তো কোনো তৈরি পোশাক কারখানায় কাজ করে। হতে পারে শিশুটি খালে পড়ে যাওয়ার পর সাঁতার না জানায় তলিয়ে গেছে।   

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।