ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চুলার ভেতরে কুণ্ডলী পাকিয়ে শঙ্খিনী সাপ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
চুলার ভেতরে কুণ্ডলী পাকিয়ে শঙ্খিনী সাপ চুলার ভেতরে কুণ্ডলী পাকিয়ে শঙ্খিনী সাপ। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: প্রতিদিনের মতো চুলা জ্বালাতে গিয়েছিলেন গৃহিণী ডালিয়া বড়ুয়া।  গিয়ে দেখেন চুলার ভেতরে একটি সাপ কুণ্ডলী পাকিয়ে আছে।  ভয়ে হইচই শুরু করেন ডালিয়া।  ডালিয়ার স্বামী মিলু বড়ুয়া এসে আরেক চুলায় আগুন জ্বালিয়ে দেন।  এসময় সাপটি বের হয়ে চলে যায়।

সোমবার (২৪ জুলাই) সন্ধ্যার দিকে বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী বড়ুয়াপাড়ায় বিষধর শঙ্খিনী সাপটি দেখা গেছে।  

মিলু বড়ুয়া বাংলানিউজকে জানান, বৃষ্টি আর জোয়ারের পানিতে চুলাটি ডুবে গিয়েছিল।

  পানি কমে যাওয়ার পর সেটি জ্বালানো যায় কিনা দেখতে গিয়েছিল আমার স্ত্রী।   গিয়ে দেখে দুই মুখের চুলার এক মুখের ভেতরে একটি শঙ্খিনী সাপ।
  মানুষের উপস্থিতি টের পেয়ে সাপটি নড়াচড়া শুরু করলে সে ভয়ে চিৎকার দেয়।

‘আমি গিয়ে পলিথিনে আগুন লাগিয়ে চুলার আরেক মুখের ভেতরে ছুঁড়ে মারি।   কয়েক মিনিটের মধ্যেই সাপটি বের হয়ে চলে যায়। ’

বৃষ্টি এবং জোয়ারের পানিতে ভেসে শঙ্খিনী সাপটি চুলার মধ্যে ঢুকে গিয়েছিল বলে ‍ধারণা করছেন মিলু বড়ুয়া।  

টানা বৃষ্টি এবং জোয়ারের কারণে বোয়ালখালীতে সাপের প্রকোপ বেড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।  

স্থানীয় সাংবাদিক পূজন সেন বাংলানিউজকে জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর গ্রামের খলিলের মেয়ে আয়েশা (১২), পূর্ব গোমদন্ডীর আনু মিয়ার স্ত্রী ফাতেমা (৫০) এবং উত্তর গোমদণ্ডীর ইকবালের স্ত্রী আকতার (৩০) সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।   তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে ২২ জুলাই সকালে বোয়ালখালীর পশ্চিম শাকপুরা গ্রামে একটি অজগর সাপ দেখা গিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭

রডিজি/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।