ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে জঙ্গল সলিমপুরে মাইকিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে জঙ্গল সলিমপুরে মাইকিং সচেতনতায় মাইকিং করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

চট্টগ্রাম: পাহাড়ধসের শংকায় পাহাড়ি এলাকায় বসবাসরতদের নিরাপদ স্থানে সরে যেতে সচেতনতামূলক মাইকিং ও গণসংযোগ করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

সোমবার (২৪ জুলাই) সকালে সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় বায়েজিদ ফায়ার সার্ভিস ও সিভিস ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে রেসকিউ টিমের সদস্যরা মাইকিং করেন।

মোহাম্মদ এনামুল হক বাংলানিউজকে জানান, জঙ্গল সলিমপুরের পাহাড়ী এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসত করা এলাকাবাসীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

এছাড়াও জনসাধারণকে পাহাড়ধস সম্পর্কে সচেতনতামূলক নির্দেশনা দিয়েছি।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ও জেলা প্রশাসনের নির্দেশনায় এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
 

এসময় বায়েজিদ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান নাঈম হোসেন, ড্রাইভার মাজেদ আলী, দিপুল খান ও লিটন তালুকদার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘন্টা, জুলাই ২৪, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।