ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে পাহাড়ধস, ভেঙেছে ঘরবাড়ি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
হাটহাজারীতে পাহাড়ধস, ভেঙেছে ঘরবাড়ি পাহাড়ধস

চট্টগ্রাম: হাটহাজারীর একটি ইউনিয়নের দুটি এলাকায় পাহাড়ের মাটি ধসে ঘরবাড়ি ও গোয়ালঘরের ওপর পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২৪ জুলাই) সকালে উপজেলার এক নম্বর ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ত্রিপুরাপাড়া ও সবুজটিলা এলাকায় এ পাহাড়ধসের ঘটনা ঘটে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী ইমরান বাংলানিউজকে বলেন, ‘পাহাড়ের মাটি ধসে ঘরবাড়ি ও গোয়ালঘরের ওপর পড়ে।

এ কারণে ত্রিপুরাপাড়ায় পাঁচটি ঘরবাড়ি ও গোয়ালঘরের একাংশ ভেঙে গেছে অন্যদিকে সবুজটিলা এলাকায় পাহাড়ধসে একটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ’

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী বাংলানিউজকে বলেন, ‘আমি শুনেছি।

সরেজমিন দেখতে ঘটনাস্থলে যাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।