ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আইসিটি, ইংরেজি ও উচ্চতর গণিতে পাসের হার কমায় ‘বিপর্যয়’

সুবল বড়ুয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
আইসিটি, ইংরেজি ও উচ্চতর গণিতে পাসের হার কমায় ‘বিপর্যয়’ আইসিটি, ইংরেজি ও উচ্চতর গণিতে পাসের হার কমায় ‘বিপর্যয়’

চট্টগ্রাম: এইচএসসিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার আইসিটি, ইংরেজি, উচ্চতর গণিত বিষয়ে ও মানবিক বিভাগে পাসের হার কমায় সামগ্রিকভাবে ফলাফল বিপর্যয় হয়েছে।

পাশাপাশি এইচএসসিতে এবার নতুন নম্বর বন্টন ও কয়েকটি বিষয়ে নতুনভাবে যুক্ত হওয়া সৃজনশীল প্রশ্নপত্রের কারণে পাসের হার কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোববার (২৩ জুলাই) দুপুরে প্রকাশিত ফলাফলে এইচএসসিতে এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দু’টোই কমেছে।

গতবছরের চেয়ে ৩ দশমিক ৫১ শতাংশ কমে এবছর পাসের হার ৬১ দশমিক ০৯ শতাংশ। গতবছর থেকে ৮৬২ জন কমে এবছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৯১ জন।

ফলাফলে বিশ্লেষণে দেখা যায়, বোর্ডের ৬১ দশমিক ০৯ শতাংশ পাসের হারের মধ্যে বিজ্ঞানে বিভাগে গতবছরের চেয়ে শুন্য দশমিক ৬৮ শতাংশ বেড়ে এবছর পাসের হার ৭৭.৩৪ শতাংশ। ব্যবসায় শিক্ষা শাখায় গতবছরের চেয়ে ৪ দশমিক ৪৯ শতাংশ কমে এবছর পাসের হার ৬৫.৩৬ শতাংশ এবং মানবিক বিভাগে গতবছরের চেয়ে ৪ দশমিক ১৩ শতাংশ কমে এবছর পাসের হার ৪৭.৪৯ শতাংশ।

এবার দশমিক ২৮ শতাংশ কমে মহানগের পাসের হার ৭৬ দশমিক ৬৮ শতাংশ। গতবছরের চেয়ে ৪ দশমিক ৪২ শতাংশ কমে মহানগরবাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৫৫ দশমিক ৮১ শতাংশ। ২ দশমিক ৬০ শতাংশ কমে মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাসের হার ৬৪ দশমিক ৯৮ শতাংশ।

গতবছরের চেয়ে ৮ দশমিক ৪২ শতাংশ কমে এবার কক্সবাজার জেলায় পাসের হার ৫৫ দশমিক ৩২ শতাংশ।

যথারীতি এবারও তিন পার্বত্য জেলায় পাসের হার কমেছে। এরমধ্যে বান্দরবান জেলায় গতবছরের চেয়ে ৬ দশমিক ৪২ শতাংশ কমে এবার পাসের হার ৫৫ দশমিক ২২ শতাংশ। রাঙামাটিতে গতবছরের চেয়ে ১ দশমিক ১৮ কমে শতাংশ পাসের হার ৪৫ দশমিক ৯৯ শতাংশ। খাগড়াছড়িতে গতবছরের চেয়ে ৭ দশমিক ০৭ শতাংশ কমে পাসের হার ৪৪ দশমিক ৬৩ শতাংশ।

তুলনামূলকভাবে পাসের হার কমার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বাংলানিউজকে জানান, এইচএসসিতে এবার নতুন নম্বর বন্টন ও প্রশ্নপত্র কাঠামোর পরিবর্তন, আইসিটি, উচ্চতর গণিত বিষয়ে পাসের হার কমেছে এবং মানবিক বিভাগের পরীক্ষার্থীরাও গতবছরের চেয়ে কম পাস করেছে। এসব কারণে সামগ্রিকভাবে এবার পাসের হার কমেছে।  

তিনি আরও জানান, এবার ৭টি বিষয়ে ১৩টি পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে এবার ৫টি বিষয়ে নতুন করে সৃজনশীল প্রশ্ন যুক্ত হয়েছে। পাসের হারের ক্ষেত্রে গতবছরের চেয়ে এবার আইসিটিতে প্রায় ৭ শতাংশ কমেছে। আইসিটিতে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীরা মোটামুটি পাস করলেও মানবিকের পরীক্ষার্থীদের পাসের হার কম। একইভাবে ইংরেজি ১ম ও ২য় পত্রে বিষয়ে বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীরা মোটামুটি পাস করলে মানবিকে পাসের হার কম। ইংরেজি ১ম পত্রে মানবিকের পরীক্ষার্থীদের পাসের হার ৬৪ দশমিক ৩১ শতাংশ এবং ইংরেজি ২য় পত্রে ৪৭ দশমিক ৬৪ শতাংশ। একইভাবে উচ্চতর গণিত ১ম পত্রে ২০ দশমিক ০৩ শতাংশ কমে পাসের হার দাঁড়িয়েছে ৭১ দশমিক ৪৪ শতাংশ। এসব কারণে ফলাফল আশানুরূপ হয়নি।

আইসিটি বিষয়ে পাসের হার তুলনামূলক কম হওয়ার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া বাংলানিউজকে বলেন, ‘আইসিটি তো আবশ্যিক বিষয়। যদিও অনেক পরীক্ষার্থীর কাছে এখনো বিষয়টি নিয়ে ধারণা কম। তাছাড়া বেসরকারি কলেজগুলোতে আইসিটি বিষয়ে এমপিওভূক্ত শিক্ষক নেই বললেই চলে। যদিও শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে থাকে। যেহেতু এ বিষয়ে কলেজে এমপিও্ নেই। সেহেতু বেসরকারি কলেজগুলোতে প্রতিষ্ঠানের অর্থায়নের শিক্ষক নিয়োগের কথা বলা আছে। ’

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবছর ২৩৮টি কলেজের ৮২ হাজার ৪১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে  ৫০ হাজার ৩৪৭ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগের ১৭ হাজার ১৬৬ জনের মধ্যে পাস করেছে ১৩ হাজার ২৭৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৪ হাজার ৫২ জনের মধ্যে পাস করেছে ২২ হাজার ২৫৫ জন এবং মানবিকে বিভাগে ৩১ হাজার ১৯৬ জনের মধ্যে পাস করেছে ১৪ হাজার ৮১৫ জন পরীক্ষার্থী।

বাংলাদেশ সময় : ২১৫০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।