ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জনপ্রশাসন পদক পেলেন মুসলিম চৌধুরী

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
জনপ্রশাসন পদক পেলেন মুসলিম চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রশাসন পদক তুলে দেন

চট্টগ্রাম: কারিগরি শ্রেণিতে অনলাইন বেতন নির্ধারণ এবং সরকারি কর্মচারী পেনশনার ডাটাবেজ তৈরির জন্য জনপ্রশাসন পদক-২০১৭ পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে রোববার (২৩ জুলাই) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পদক তুলে দেন।

জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম প্রমুখ।

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ফতেহ আলী চৌধুরী বাড়ির নুরুল আলম চৌধুরীর বড় ছেলে মোহাম্মদ মুসলিম চৌধুরী। তার তিন ভাইয়ের মধ্যে মোহসিন চৌধুরী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও একই মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির একান্ত সচিব।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।