ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

খাতুনগঞ্জ-আসাদগঞ্জে ব্যাপক ক্ষতি, ক্ষোভ ব্যবসায়ীদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
খাতুনগঞ্জ-আসাদগঞ্জে ব্যাপক ক্ষতি, ক্ষোভ ব্যবসায়ীদের জোয়ার ও ভারী বৃষ্টিতে চাক্তাই-খাতুনগঞ্জ-আসাদগঞ্জে পানি ঢুকে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি। ছবি:উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ‘১৯৯১ সালের জলোচ্ছ্বাসের সময় যেসব দোকানে পানি ঢুকেনি এবার সেগুলোতেও পানি উঠে গেছে। নিচতলার কয়েক ‍হাজার দোকান, আড়ত, ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। জনপ্রতিনিধিরা শুধু ভোটের সময় আসেন, আমাদের দুর্ভোগের সময় দেখতেও আসেন না।’

রোববার (২৩ জুলাই) সকালে কর্ণফুলী নদীর জোয়ার ও ভারী বৃষ্টিতে চাক্তাই-খাতুনগঞ্জ-আসাদগঞ্জে পানি ঢুকে ব্যাপক ক্ষতির পর এভাবেই প্রতিক্রিয়া জানালেন খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (কেটিআইএ) সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ। জোয়ার ও ভারী বৃষ্টিতে চাক্তাই-খাতুনগঞ্জ-আসাদগঞ্জে পানি ঢুকে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইতিমধ্যে কয়েক কোটি টাকার পণ্য পানিতে ভিজে নষ্ট হওয়ার খবর পেয়েছি।

প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কিছুটা সময় লাগবে। তবে এটা ঠিক ক্ষতির অঙ্কটা হবে বড়।

আসাদগঞ্জ শুঁটকি বাজার এলাকার ব্যবসায়ী ডি বড়ুয়া বাংলানিউজকে জানান, আসাদগঞ্জে বৃহস্পতিবার জোয়ারের সময় পানি উঠেছিল। শুক্রবার কিছুটা বেশি পানি উঠেছিল। কিন্তু আজ রোববার এত বেশি পানি উঠবে কেউ ধারণাও করতে পারেনি। সবার আড়তেই কিছু না কিছু শুঁটকি ভিজে গেছে। জোয়ার ও ভারী বৃষ্টিতে চাক্তাই-খাতুনগঞ্জ-আসাদগঞ্জে পানি ঢুকে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি

দেশের শীর্ষস্থানীয় একটি শিল্পগ্রুপের প্রধান কার্যালয়ে কর্মরত আশীষ নাথ বাংলানিউজকে বলেন, এই প্রথম আমাদের ভবনের নিচতলায় পানি উঠল। জেনারেটর রুমে পানি ঢুকে পড়েছে। আমরা পানিবন্দী হয়ে পড়েছি।

দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৮৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। এর সঙ্গে সকাল ছয়টা ৫২ মিনিটে শুরু হয়েছে জোয়ার।

ষোলশহর দুই নম্বর গেট, প্রবর্তক, আগ্রাবাদ এক্সেস রোড, সিডিএ আবাসিক, গোসাইলডাঙ্গা, বেপারিপাড়া, শান্তিবাগ আবাসিক এলাকা, হালিশহর হাউজিং সোসাইটি, বাকলিয়া, খাতুনগঞ্জ, আসাদগঞ্জ, চাক্তাই, চান্দগাঁও, মোহরা, কাপ্তাই রাস্তার মাথাসহ বিস্তীর্ণ এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। জোয়ার ও ভারী বৃষ্টিতে চাক্তাই-খাতুনগঞ্জ-আসাদগঞ্জে পানি ঢুকে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি

আবহাওয়া অধিদপ্তর ভারী বর্ষণের সতর্কবাণী দিয়েছে। যাতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব আজ (রোববার) সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ৪৪ মিনিটে প্রথম জোয়ার শেষ হয়েছে। সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে আবার জোয়ার আসবে।

জোয়ার ও ভারী বৃষ্টিতে দুর্ভোগে লাখো মানুষ

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭

এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।