ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ব্যবসায় নৈতিকতা ও গুণগতমান বজায় রাখা জরুরি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
ব্যবসায় নৈতিকতা ও গুণগতমান বজায় রাখা জরুরি ব্যবসায় নৈতিকতা ও গুণগতমান বজায় রাখা জরুরি

চট্টগ্রাম: ব্যবসায় নৈতিকতা ও গুণগতমান বজায় রাখা জরুরি বলে মন্তব্য করেছেন চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক রোটারিয়ান আলমগীর পারভেজ।

শনিবার (২২ জুলাই) রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগংয়ের সভায় তিনি এসব কথা বলেন।

নগরীর চিটাগং ক্লাবে অনুষ্ঠিত সভায় পেশাভিত্তিক বক্তব্যে তিনি আরও বলেন, ব্যবসা হচ্ছে নবী করিমের (স:) সুন্নত ও ইবাদতের অংশ বিশেষ।

তাই ব্যবসায় অধিক মুনাফা করে বড়লোক হওয়ার চেয়ে মানবতার সেবায় আত্মনিয়োগ করার সুযোগটা কাজে লাগানা উচিৎ।

মনে রাখতে হবে ব্যবসায়ীরা সমাজেরই একটি অংশ।

তাদের সমাজের প্রতি দ্বায়বদ্ধতা রয়েছে। ব্যবসার পাশাপাশি সমাজের কল্যাণে কাজ করতে হবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।

রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগং ক্লাবের সভাপতি এমদাদুল আজিজ চৌধুরী সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- কুমিল্লা সানরাইজ রোটারী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু আজমল খান পাঠান, ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান, রোটারী ক্লাব অফ চিটাগং লেকভিউ’র সভাপতি মো. মঈন উদ্দীন, ক্লাব সেক্রেটারি নওশাদ চৌধুরী মিটু, ক্লাব ট্রেজারার সাইফুদ্দীন আহম্মেদ সাকী, যুগ্ন-সেক্রেটারী হাবিবা সুলতানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
এসবি/টিসি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।