ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘সড়কজুড়ে বাতির আলোয় আলোকিত হবে চট্টগ্রাম’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
‘সড়কজুড়ে বাতির আলোয় আলোকিত হবে চট্টগ্রাম’ টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন চিটাগং আয়োজিত ঈদ পুনর্মিলনী

চট্টগ্রাম: ২০১৮ সালের মধ্যেই নগরীকে বাতির আলোয় আলোকিত করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে নগরীর একটি রেস্টুরেন্টে টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন চিটাগং আয়োজিত ঈদ পুনর্মিলনীতে মেয়র এ কথা বলেন।

মেয়র আরও বলেন, ‘দায়িত্ব গ্রহণের দুই বছরের মধ্যে নগরীর প্রায় আড়াইশ কিলোমিটার রাস্তা পাকা করা হয়েছে।

আমার মেয়াদের মধ্যে নগরীর সব কাঁচা রাস্তা পাকা করা হবে। ’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার করেছেন তারই একটি উন্নয়নের অংশ এটি।

২০১৮ সালের মধ্যে চট্টগ্রামের প্রতিটি সড়ক এলআইডি বাতির আলোয় আলোকিত হবে। ’

এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  এবিএম ফজলে করিম চৌধুরী, বিজিএমইএর প্রথম সহসভাপতি মঈনুদ্দিন আহমেদ মিন্টু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আব্বাস, সহসভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ রিটন, যুগ্ম সম্পাদক লতিফা আনসারি রুনা, অর্থ সম্পাদক ফরিদ উদ্দিন, প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম, নির্বাহী সদস্য দীপংকর দাশ বাবু ও বাবুন পাল।

এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, পরিবেশ রক্ষায় আগামী মঙ্গলবার (২৫ জুলাই) রাউজানে সাড়ে চার লাখ গাছ লাগানো হবে। দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে উজ্জ্বল করতে এ ধরনের সংবাদ দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশি বেশি প্রচারে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে যুক্তরাজ্যে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও সাধারণ নির্বাচনের অভিজ্ঞতা বর্নণা করেন মাছরাঙা টেলিভিশনের প্রতিবেদক ও ব্যুরো ইনচার্জ তাজুল ইসলাম।

উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক হাকিম আলী, এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত, সিসিএলের পরিচালক শ্যামল পালিত, চট্টগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি মনজুর কাদের মনজু, বৈশাখী টিভির ব্যুরো প্রধান মহসিন চৌধুরী, দেশ টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, আরটিভির ব্যুরো প্রধান সরওয়ার আমিন বাবু, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাজীব আহমেদ ও সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে আরিফ অ্যান্ড রকার্স।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২১ জুলাই ২০১৭

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।