ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাছ ও গরুর মাংসের দাম সমান সমান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
মাছ ও গরুর মাংসের দাম সমান সমান বাজারে বিভিন্ন মাছের সমারোহ-ছবি- কাশেম হারুন

চট্টগ্রাম: ছুটির দিনে বাজারে গিয়ে গরুর মাংস নিবেন না কাতল মাছ। কারণ দাম যে একই! কাতল মাছ কেজি ৬০০ টাকায় বিক্রি হচ্ছে, গরুর মাংসের দামও একই। 

শুক্রবার (২১ জুলাই) সকালে নগরীর রিয়াজ উদ্দিন বাজার ও চকবাজারের কাঁচাবাজারে গিয়ে এ চিত্র দেখা গেছে। চকবাজারে মাঝারি আকারে কাতল মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০০ টাকা।

গরুর মাংসের দামও ৬০০ টাকা কেজি বিক্রি করতে দেখা গেছে।  

এদিকে কোরাল মাছ আবার গরুর মাংসের দামের চেয়েও বেশি।

মাছটি কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। এছাড়া চিংড়ি মাছ আকারভেদে বিক্রি হচ্ছে ৮৫০ ও ১২০০ টাকায়। বাটা মাছ কেজি প্রতি ৩৮০, লইট্টা ১৬০ ও তেলাপিয়া ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ছাগলের মাংস কেজিতে ৭০০ টাকা, হাঁস আকারভেদে ৪০০ ও ৫০০ টাকা, ফার্মের মুরগি ১৪০ ও দেশি মুরগি ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।  

অন্যদিকে শীতকালীন সবজি বাঁধাকপি বাজারে আসতে শুরু করেছে। যা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। বেগুন কেজি ৪০ টাকা, পটল ৩০, আলু ২০, করলা ৫০, চিচিঙ্গা ৪০, ঢেঁড়স ৪০ ও শিম ৭০ টাকায় বিক্রি হচ্ছে।  

কাজীর দেউড়ির বাসিন্দা মো. ইমতিয়াজ বাংলানিউজকে বলেন, কাতল মাছ ও কোরাল মাছের দামের সমানে গরুর মাংস বিক্রি হচ্ছে। মাছের চেয়ে গরুর মাংসটা পছন্দ। তাই গরুর মাংস নিয়ে যাচ্ছি। মাছের দাম বেশি হলেও সবজির দাম স্থিতিশীল আছে।

রিয়াজ উদ্দিন বাজারে জসিম উদ্দিন নামে এক পাইকারি ব্যবসায়ী বলেন, মাংসের দাম কম হওয়ার কারণ পর্যাপ্ত পরিমাণে সরবরাহ আছে। যেমন- গরু কম দামে পাইকারিতে পাওয়া যাচ্ছে তাই দামটা কম।

রহিম নামে মাছের দোকানদার বলেন, মাছের সরবরাহ কম তাই দাম বেশি। পুকুরের কাতল মাছ, দামতো বেশি হবেই।  

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
জেইউ/জেডএস/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।