ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড় থেকে নিরাপদ স্থানে সরতে বললেন ডিসি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
পাহাড় থেকে নিরাপদ স্থানে সরতে বললেন ডিসি  জেলা প্রশাসক (ডিসি) মো. জিল্লুর রহমান চৌধুরী

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর ও এর আশেপাশে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ভূমি ধসের সম্ভাবনা রয়েছে জানিয়ে জেলা প্রশাসক (ডিসি) মো. জিল্লুর রহমান চৌধুরী ওই সব এলাকার পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরে যেতে বলেছেন। 

শুক্রবার (২১ জুলাই) ভোররাতে সীতাকুণ্ডে পাহাড়ধসে পাঁচজনের প্রাণহানীর পর ঝুঁকিপূর্ণ এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে এই বার্তা পৌঁছানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এ সংক্রান্ত বার্তা দিয়েছেন তিনি।  

জেলা প্রশাসকের নির্দেশ

শুক্রবার সকাল ১০টা ০৫ মিনিটে সময় নিজের ফেসবুক ওয়ালে তিনি বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের বরাত দিয়ে লেখেন, চট্টগ্রাম মহানগর ও এর আশেপাশে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

 

এ জন্য সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হলো, যোগ করেন ডিসি।  

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭ 
টিএইচ/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।