ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে পাহাড় ধসে নিহত ৫ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
সীতাকুণ্ডে পাহাড় ধসে নিহত ৫  চট্টগ্রামে ফের পাহাড় ধস, ছবি: সোহেল

চট্টগ্রাম: সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড় ধসে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২১ জুলাই) ভোররাতে পাহাড় ধসের ফলে ঘরের একাংশ ভেঙে পড়লে তাদের মৃত্যু হয়।  

নিহত পাঁচজনের মধ্যে দু’জন নারী এবং বাকি তিনজন শিশু।

 

নিহতরা হলেন- বিবি ফাতেমা (৩৫), ইউনুছ (৭), রাবেয়া (২৫), সামিয়া (৭) ও লামিয়া (২)। সবার বাড়িই নোয়াখালী জেলায়।
 

একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ রয়েছেন। বাকি একজনের পা মচকে গেছে। তিনি হাসপাতালে টিকিৎসাধীন। চট্টগ্রামে ফের পাহাড় ধস, ছবি: সোহেল

সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড় ধসের ফলে ঘরের একাংশ ভেঙে পড়লে তারা নিহত হন। নিহতরা সবাই একই পরিবারের। উদ্ধার কার্যক্রম চলছে।  

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭ 
টিএইচ/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।