ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চার প্রতিভাবান শিল্পীর ‘সুর আনন্দ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
চার প্রতিভাবান শিল্পীর ‘সুর আনন্দ’

চট্টগ্রাম: ‘সুর আনন্দ’ শিরোনামে তরুণ প্রজন্মের চার প্রতিভাবান শিল্পীর সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থা। নগরীর থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে সোমবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টায় এ সংগীনুষ্ঠান অনুষ্ঠান শুরু হবে।

শিল্পীরা হলেন-তরুণ প্রজন্মের জনপ্রিয় শিল্পী কাইছার উদ্দিন, সুবর্না বড়ুয়া, জিয়াউদ্দিন বাদশা ও বিউটি পাল।

চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার এ দ্বিতীয় সংগীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার সভাপতি ও জনপ্রিয় শিল্পী আলাউদ্দিন তাহের বাংলানিউজকে জানান, এ প্রজন্মের শিল্পীদের নিয়ে আামাদের সংস্থার এটি ২য় পরিবেশনা। তরুণ শিল্পীদের পরিবেশনা শ্রোতাদের কাছে তুলে ধরতেই এ অনন্য আয়োজন সুর আনন্দ।

প্রতিভাবান ৪ শিল্পীর এই সংগীতানুষ্ঠানে সকলকে উপস্থিত থাকারও অনুরোধ জানান তিনি।

শিল্পীদের সাথে যন্ত্রানুষঙ্গে থাকবেন কি-বোর্ডে সঞ্জয়, অক্টোপ্যাডে রতন মজুমদার, লিড গিটারে শাহনেওয়াজ, বেজ গিটারে পলাশ, তবলায় প্রীতম, বাঁশিতে বিকাশ।  

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।