ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আরও ২৭০ বস্তা সরকারি চাল জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
চট্টগ্রামে আরও ২৭০ বস্তা সরকারি চাল জব্দ

চট্টগ্রাম: নগরীতে পাচারের সময় আরও এক ট্রাক চাল আটক করেছে র‌্যাব।  ওই ট্রাকে ২৭০ বস্তায় সাড়ে ১৩ মেট্রিকটন খাদ্য অধিদপ্তরের চাল পাওয়া গেছে।

বুধবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে আকবর শাহ থানার সিটি গেইটের বাগানবাড়ি এলাকায় র‌্যাব সদস্যদের দেখে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

র‌্যাবের চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক লে.কমান্ডার আশিকুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

এর আগে সোমবার রাতে হালিশহরের সিএসডি গোডাউন এলাকায় চালভর্তি চারটি ট্রাক আটক করে র‌্যাব।  মঙ্গলবার ভোরে হালিশহরের সিএসডি গোডাউনের ব্যবস্থাপক প্রণয়ন চাকমাকে আটক করা হয়।

 

তার দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর সিটি গেইট জনৈক কবির মাঝির গুদামে অভিযান চালিয়ে আরও তিনটি ট্রাক আটক করা হয়।   এসময় আরও চারজনকে আটক করা হয়।

আটক চারজন ট্রাকের চালক ও সহকারি।   এরা চারজন হলেন, শামসুল হুদা (৪৮), মিজান(২২), শফি আলম(২৭) ও মো. ওসমান(৪৫)।

সাতটি ট্রাকে ৩ হাজার ৯৬ বস্তায় ভর্তি ১৫৫ মেট্রিকটন চাল পাওয়া যায়।

এই ঘটনায় র‌্যাবের একজন উপ সহকারি পরিচালক বাদি হয়ে হালিশহর থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭

রডিজি/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।