ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাদার্নে ‘কম্পোজিং থিসিস : এ স্মার্ট ওয়ে’ বিষয়ক সেমিনার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
সাদার্নে ‘কম্পোজিং থিসিস : এ স্মার্ট ওয়ে’ বিষয়ক সেমিনার সাদার্নে ‘কম্পোজিং থিসিস: এ স্মার্ট ওয়ে’ বিষয়ক সেমিনার

চট্টগ্রাম: সাদার্ন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে ‘কম্পোজিং থিসিস: এ স্মার্ট ওয়ে’ বিষয়ক সেমিনার সম্প্রতি বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

ইইই বিভাগের প্রধান হেদায়েত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন  ইইই বিভাগের সহকারী অধ্যাপক রুবানা হক চৌধুরী।

সেমিনারে অন্যদের মধ্যে বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ আরিফ সোবহান ভূঁইয়া এবং অন্যান্য শিক্ষকরা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একটি গবেষণামূলক প্রবন্ধ কিভাবে লিখতে হয় এবং তার মূল উপাদানসহ ‘কম্পোজিং থিসিস’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সেমিনারের প্রধান বক্তা রুবানা হক চৌধুরী।

তিনি বলেন, এই ধরনের সেমিনার  শিক্ষার্থীদের মেধা বিকাশে ও দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যান্য বক্তারা গবেষণার বিভিন্ন ক্ষেত্র এবং উচ্চতর শিক্ষায় গবেষণার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।