ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘সরকার নৌবাহিনীকে ত্রিমাত্রিক ‍বাহিনীকে রূপান্তর করেছে’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
‘সরকার নৌবাহিনীকে ত্রিমাত্রিক ‍বাহিনীকে রূপান্তর করেছে’

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ বলেছেন, সমুদ্রসীমা জয়ের মাধ্যমে বাংলাদেশের অপার সম্ভাবনার দুয়ার খুলে গেছে।  প্রাকৃতিক সম্পদ এবং  মাছ রপ্তানির বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে। সমুদ্র এলাকাকে নিরাপদ করার জন্য সরকার আমাদের নৌবাহিনীকে শক্তিশালি ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করেছে। আধুনিক যুদ্ধ সরঞ্জাম, উন্নত প্রযুক্তি এবং দুটি সাবমেরিন সংযোজন করা হয়েছে। 

নগরীর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে বর্তমান সরকারের উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগ প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  জেলা তথ্য অফিসের সহযোগিতায় শেখ ফজলুল হক মণি স্মৃতি সংসদ এই আলোচনা সভার আয়োজন করে।

সভায় ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো.মহিম উদ্দিন মহিম, নগর যুবলীগের সদস্য শেখ নাছির আহমদ, হোসেন সরওয়ার্দী, নগর যুবলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক বখতেয়ার ফারুক বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭

রডিজি/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।