ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল চসিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল চসিক চকবাজারে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে চসিক

চট্টগ্রাম: নগরীর চকবাজারে ফুটপাতের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বুধবার (১৯ জুলাই) সিটি ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন এ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানকালে প্যারেড কর্নারের পূর্ব পাশে সিরাজউদ্দৌলা সড়কের ফুটপাত অবৈধভাবে দখল করে লোহার পাত ও গ্রিল দিয়ে স্থায়ীভাবে নির্মিত ২টি দোকানের স্থাপনা অপসারণ করে ফুটপাত দখলমুক্ত করা হয়।

একই অভিযানে কাপাসগোলা সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজের গেট সংলগ্ন ফুটপাত থেকে অবৈধভাবে বসানো দুটি ভাসমান দোকান ও অলি খাঁ মসজিদের সামনে থেকে একটি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন বাংলানিউজকে বলেন, নগরীর ফুটপাতে পথচারীদের হাঁটাচলা নির্বিঘ্ন করার লক্ষ্যে সব অবৈধ স্থাপনা, ভাসমান দোকান উচ্ছেদ করা হবে।

  

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।