ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে জলদস্যু বাহিনী প্রধান নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে জলদস্যু বাহিনী প্রধান নিহত র‌্যাব

চট্টগ্রাম: নগরীর পলোগ্রাউন্ড এলাকায় র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে একজন নিহত হয়েছে বলে এই বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। নিহত ব্যক্তি ফেনীর সোনাগাজীর জলদস্যু কালাম বাহিনীর প্রধান ল্যাংড়া কালাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার রাতে নগরীর পলোগ্রাউন্ড এলাকায় গুলি বিনিময় হয়।

র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, র‌্যাবের টহল দলের সঙ্গে সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ী দলের গুলি বিনিময় হয়।

এসময় আহত অবস্থায় একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি একে-২২ অটোমেটিক রাইফেল ও ১৫ রাউন্ড গুলি এবং ৭ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭

আরডিজি/আইএসএ/টিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।