ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘দেশকে আর্ন্তজাতিক অঙ্গনে তুলে ধরছে সিপিজেএ’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
‘দেশকে আর্ন্তজাতিক অঙ্গনে তুলে ধরছে সিপিজেএ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিপিজেএ) প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, সিপিজেএ দেশের ছবি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরছে।  তারুণ্যেদীপ্ত নেতৃত্ব সংগঠনটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।  আশা করি তারা সংগঠনের এই গৌরবোজ্জল অগ্রযাত্রা ধরে রাখবে।

সোমবার সন্ধ্যায় নগরীর লাভ লেইনে সিপিজেএর কার্যলয়ে কেক কেটে ৩১ বছর পূর্তির দিনটি উদযাপন করা হয়।

সংগঠনের সভাপতি মশিউর রেহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপিজেএর আজীবন সদস্য ও নগর যুবলীগের সহ-সভাপতি ফরিদ মাহমুদ, জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সিপিজেএর প্রতিষ্ঠাতা সভাপতি দেবপ্রসাদ দাস দেবু এবং উপদেষ্টা রূপম চক্রবর্তী ও মো.ফারুক।

সিপিজেএর যুগ্ম-সম্পাদক রাজেশ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক অনুরুপ টিটু, সাংগঠনিক সম্পাদক রবিশংকর চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিপুল কুমার দে, প্রদর্শনী সম্পাদক সোহেল সরওয়ার।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।