ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উচ্চশিক্ষার জন্য বিদেশ যাচ্ছেন প্রিমিয়ারের ৫ শিক্ষক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
উচ্চশিক্ষার জন্য বিদেশ যাচ্ছেন প্রিমিয়ারের ৫ শিক্ষক

চট্টগ্রাম: নগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষক উচ্চশিক্ষা লাভের জন্য বিভিন্ন দেশে যাচ্ছেন।

তারা ইংরেজি বিভাগের রওশন জাহান চৌধুরী ও শৈবাল দেব রায়, অর্থনীতি বিভাগের উম্মে সালমা, তড়িৎ প্রকৌশল বিভাগের মোহাম্মদ হেলাল উদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ আতাউর রহমান।

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রওশন জাহান চৌধুরী ও শৈবাল দেব রায় ইংরেজি বিষয়ে গ্র্যাজুয়েট স্টাডিজ সম্পন্ন করবেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের আরলিঙটনের ইউনিভার্সিটি অব টেক্সাস ও  যুক্তরাষ্ট্রের নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটিতে।

অর্থনীতি বিভাগের প্রভাষক উম্মে সালমা অর্থনীতি বিষয়ে এম এ সম্পন্ন করবেন ভারতের নয়া দিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে।

তড়িৎ প্রকৌশল বিভাগের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন ইরেসমাস মুনডুজ স্কলারশিপের আওতায় সাসটেইনেবল ট্রান্সপোর্টেশন অ্যান্ড ইলেক্ট্রিক্যাল পাওয়ার সিস্টেমে মাস্টার্স প্রোগ্রাম সম্পন্ন করবেন পর্তুগালে।

একই স্কলারশিপের আওতায় উক্ত শিক্ষাবর্ষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ আতাউর রহমান ইউরোপীয় ভাষা ও যোগাযোগ প্রযুক্তির উপর মাস্টার্স প্রোগ্রাম সম্পন্ন করবেন নেদারল্যান্ডে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।