[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ৪ বৈশাখ ১৪২৫, ১৭ এপ্রিল ২০১৮

bangla news

বিনামূল্যে হার্ট চেকআপ জামালখানে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৭-১৭ ৫:৪৩:১৫ পিএম
বিনামূল্যে হার্ট চেকআপের উদ্যোগ নিয়েছে ‘ফরটিস’।

বিনামূল্যে হার্ট চেকআপের উদ্যোগ নিয়েছে ‘ফরটিস’।

চট্টগ্রাম: নগরীর ২১ নম্বর জামালখান ওয়ার্ডের বাসিন্দাদের জন্য বিনামূল্যে হার্ট চেকআপের উদ্যোগ নিয়েছে ‘ফরটিস’।

মঙ্গলবার (১৮ জুলাই) মোমিন রোডের (চেরাগি পাহাড়) প্রিয়া কমিউনিটি সেন্টারে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ‘সুস্থ হার্ট মানেই সুস্থ জীবন’ শীর্ষক এ ক্যাম্প চলবে।

ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সার্বিক সহযোগিতায় আয়োজিত ব্যতিক্রমী এ হার্ট ক্যাম্পের উদ্বোধন করবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

ফরটিস সূত্রে জানা গেছে, ক্যাম্পে কার্ডিওলজি কনসালটেন্ট ডা. মো. সালাহউদ্দিন, ডা. মো. তারেক বিন আবদুর রসিদ, ডা. এ‌এম শফিক, ডা. মির্জা আবুল কালাম মহিউদ্দিন ও ডা. সাইফুর রহমান সোহেল ব্যবস্থাপত্র দেবেন।

ক্যাম্পে উচ্চ রক্তচাপ, বুকে ব্যথা বা অস্বস্তি, বুক ধড়ফড়, বুকে ব্যথার সঙ্গে শ্বাসকষ্ট, মাথা ঝিমঝিম করা, ঘন ঘন অজ্ঞান হওয়ার প্রবণতা, রক্তে কোলেস্টেরলের আধিক্য, রক্তনালিতে ব্লক, হার্টে রিং পরানো বা বাইপাস সার্জারি করার পরও সমস্যায় ভুগছেন এমন রোগীসহ যেকোনো হৃদরোগীকে চিকিৎসাসেবা দেওয়া হবে। ক্যাম্পে তাৎক্ষণিকভাবে ইসিজি, ব্লাড সুগার টেস্ট, হাইট-ওয়াইড পরীক্ষা সম্পন্ন করা হবে। এর বাইরে যেসব পরীক্ষা ডায়াগনস্টিক সেন্টারে করতে হবে সেগুলোতে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। রোগীদের আগের সব রিপোর্ট ও এনজিওগ্রামের সিডি থাকলে ক্যাম্পে সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে।

আগ্রহীদের মোবাইলে (০১৯৩৩ ২২৬৬৬৬, ০১৭০৮ ৪৯৭৪২৪) নাম নিবন্ধন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭

এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa