[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪২৫, ২৬ এপ্রিল ২০১৮

bangla news

রাইডারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৭-১৭ ৪:৫৮:৫৮ পিএম
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা

চট্টগ্রাম: নগরীর বায়েজিদ থানাধীন বালুচড়া এলাকায় ৩ নম্বর রুটের রাইডারের ধাক্কায় মোটরসাইকেল চালক মো. ফরিদ (৩৬) নিহত হয়েছেন। সোমবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসাইন বাংলানিউজকে জানান,  ৩ নম্বর রুটের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল চালক মো. ফরিদ (৩৬) গুরুতর আহত হন। তাকে বেলা ১১টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নায়েক আমির জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা ফরিদের দোকানের কর্মচারী মাহিমও (১৪) আহত হয়েছে। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, নিহত ফরিদের দোকান রয়েছে বালুচড়া এলাকায়। একজন কর্মচারীসহ তিনি দোকানে আসছিলেন। পথিমধ্যে ৩ নম্বর রুটের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি ও চালককে আটক করেছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭

এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa