[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ৬ আষাঢ় ১৪২৫, ১৯ জুন ২০১৮

bangla news

ছয় তলার ছাদ থেকে পড়ে শিশু গৃহকর্মীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৭-১৭ ২:২৭:১৪ পিএম
ছাদ থেকে পড়ে মৃত্যু

ছাদ থেকে পড়ে মৃত্যু

চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন ডিওএইচএস আবাসিক এলাকার একটি ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

ওই গৃহকর্মীর নাম রিমা ওরফে লিমা (১৩)। সোমবার (১৭ জুলাই) সকাল আটটার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

রিমা ভুলবশত নিচে পড়ে গেছে নাকি আত্মহত্যা করেছে কিংবা অন্য কোনো ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, ‘ওই আবাসিক এলাকার একটি ভবনে রাউজান উপজেলার বাসিন্দা শাহেদা আক্তারের বাসায় কাজ করতো মেয়েটি। সোমবার সকালে ছয় তলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয় তার।’

তিনি বলেন, ওই বাসার লোকজন দাবি করছে, ছাদে কাপড় শুকাতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গেছে মেয়েটি। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি-সে কি আসলেই পড়ে গেছে, না আত্মহত্যা করেছে নাকি অন্য কোনো ঘটনা আছে। আমরা গৃহকর্তী শাহেদা আক্তারকে জিজ্ঞাসাবাদ করছি। তার স্বামী বাসায় ছিলেন না। তিনি থানায় আসছেন। তার মাধ্যমেই মেয়েটি তাদের বাসায় কাজ নেন বলে জানা গেছে। ওই মেয়েটির বাবা-মা কেউ নেই বলে জানান বাসার বাসিন্দারা।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   গৃহকর্মী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa