ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মশার কয়েলের আগুনে পুড়ল চারটি দোকান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
মশার কয়েলের আগুনে পুড়ল চারটি দোকান মশার কয়েল থেকে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে

চট্টগ্রাম: নগরীর ইপিজেড থানাধীন নারকেলতলা এলাকায় মশার কয়েল থেকে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। সোমবার (১৭ জুলাই) ভোররাত চারটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, অগ্নিকাণ্ডের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে ওয়ার্কশপে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের ফায়ারম্যান মো. জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, আগুন লাগার খবর পেয়ে ইপিডেজ ও বন্দর ফায়ার স্টেশন থেকে চারটি গাড়ি পাঠানো হয়। তারা দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি জানান, অগ্নিকাণ্ডে দুটি আসবাবপত্রের দোকান ও দুটি কারখানা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের হিসাবে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭

এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।