ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভারতীয় শিক্ষার্থী খুন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
ভারতীয় শিক্ষার্থী খুন নিহত আতিফ শেঠ। ছবি: সোহেল সরওয়ার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীতে একটি ফ্ল্যাটে ভারতীয় এক শিক্ষার্থীকে খুনের পর আরেক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার দিবাগত রাত একটার দিকে আকবর শাহ থানার আব্দুল হামিদ সড়কের ইউসুফ ম্যানশনে এই ঘটনা ঘটেছে।

নিহত ছাত্র হলেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) এমবিবিএস চতুর্থ বর্ষের আতিফ শেখ (২৫)। আত্মহত্যার চেষ্টা করেছেন একই ব্যাচের অপর ছাত্র উইসন সিং (২৫)।

দুজনই ভারতের মণিপুর রাজ্যের বাসিন্দা। আহত উইলিয়ামসন সিং

আকবর শাহ থানার ওসি আলমগীর মাহমুদ বাংলানিউজকে বলেন, কি কারণে খুনের ঘটনা ঘটেছে, সেটা এখনও জানি না।

তবে দুজনই মদ্যপ ছিলেন। আতিফকে ছুরিকাঘাত করা হয়েছে। উইলিয়াম রশিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেছেন।

সহপাঠীরাই রাত দুইটার দিকে তাদের হাসপাতালে নিয়ে যান বলে জানান ওসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক আতিফকে মৃত ঘোষণা করেন।

উইলিয়ামসন মুমূর্ষু অবস্থায় আছেন জানিয়ে ওসি বলেন, তিনি সুস্থ হলে পুরো বিষয়টি জানা যাবে।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭

আরডিজি/আইএসএ/টিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।