ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রাথমিকে ২০ থানার ২২০৬টি স্কুলে ‘অভিযোগ বাক্স’

সুবল বড়ুয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
প্রাথমিকে ২০ থানার ২২০৬টি স্কুলে ‘অভিযোগ বাক্স’ অভিযোগ বাক্স

চট্টগ্রাম: ‘স্যার, বর্তমানে যিনি পঞ্চম শ্রেণিতে গণিতের ক্লাস নিচ্ছেন, এরচেয়ে আগের ম্যাডাম ভাল ক্লাস করাতেন। আমার ছেলে বলেছে, আগের ম্যাডাম গণিত ভাল করে বুঝাতেন। তাই আগে যিনি পঞ্চম শ্রেণিতে গণিতের ক্লাস নিতেন, ওনাকে আবারও পঞ্চম শ্রেনিতে গণিত বিষয়ে পড়ানোর জন্য আবেদন জানাচ্ছি।’

এ আবেদন কোন শিক্ষার্থীর নয়, এক অভিভাবকের। যিনি স্কুলে দেওয়া অভিযোগ বক্সে লিখিতভাবে জানিয়েছেন।

জানা যায়, জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নৈতিকতা কমিটির সভায় জেলা ও উপজেলা পর্যায়ে সেবা গ্রহীতারদের চাহিদা পূরণের লক্ষ্যে উপজেলা অফিস ও স্কুলের দৃশ্যমান স্থানে অভিযোগ বাক্স স্থাপনের সিদ্ধান্ত হয়। এরই প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস চট্টগ্রামের ২০ শিক্ষা থানার ২২০৬টি স্কুলে অভিযোগ বাক্স বসানোর নির্দেশনা দেয়।

সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঋষীকেশ শীল বাংলানিউজকে জানান, মন্ত্রণালয়ের নির্দেশনায় শুদ্ধাচার কর্মসূচির অংশ হিসেবে জেলার ২০ শিক্ষা থানার ২২০৬টি স্কুলে অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে।  অভিভাবকরা যেকোন পরামর্শ এ অভিযোগ বাক্সে লিখিতভাবে জানাতে পারবেন। ইতোমধ্যে বেশ কয়েকটি স্কুলের অভিযোগ বাক্সে বিভিন্ন পরামর্শ লিখিতভাবে জানিয়েছেন অভিভাবকরা। প্রাথমিকে শিক্ষার মানকে আরও গতিশীল করতে এ শুদ্ধাচার কর্মসূচির উদ্যোগে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।   

কোতয়ালি থানা শিক্ষা কর্মকর্তা রুপাঞ্জলি কর বাংলানিউজকে জানান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নির্দেশনায় কোতয়ালির ৩০টি স্কুলে অভিযোগ বাক্স বসানো হয়েছে। অভিভাবকরা অভিযোগ বাক্সে নানান পরামর্শ দিচ্ছেন। বাক্স খুলে অভিভাবকদের লিখিত পরামর্শগুলো আমরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠিয়ে দিচ্ছে। বেশ কিছু স্কুলের বিষয়ে দুয়েক মাসে কিছু পরামর্শ পেয়েছি। যা শিক্ষার মানকে আরও গতিশীল করবে বলে আমরা আশাবাদী।  

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭

এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।