ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভিয়েতনামের ২০ হাজার টন চাল বহির্নোঙ্গরে পৌঁছেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
ভিয়েতনামের ২০ হাজার টন চাল বহির্নোঙ্গরে পৌঁছেছে চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম: ভিয়েতনাম থেকে ২০ হাজার টন চাল নিয়ে আসা এমভি ভিসাদ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে এসে পৌঁছেছে।  বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সোয়া ১১টায় বন্দরের বহির্নোঙ্গরে প্রবেশ করে জাহাজটি।  জাহাজটি বর্তমানে বি-এঙ্করেজে অবস্থান করছে।

এদিকে জাহাজে আসা চালের নমুনা সংগ্রহ করতে চট্টগ্রাম বন্দরে গিয়েছেন খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা।  

বন্দর সূত্র জানায়, নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্ট করা হবে।

  পরীক্ষায় কোন সমস্যা পাওয়া না গেলে চালানটি খালাস প্রক্রিয়া শুরু হবে।

জাহাজটির শিপিং এজেন্টে ইউনি শিপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসাইন বাংলানিউজকে জানান, ভিয়েতনাম থেকে আসা চালবাহী জাহাজটি বহির্নোঙ্গরে এসে পৌঁছেছে।

  এতে ২০ হাজার টন চাল আছে।   জাহাজটি জেটিতে ভেড়ানোর জন্য বন্দর কর্তৃপক্ষকে জানানো হবে।   জাহাজটি ১০ তারিখ আসার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে দু’তিনদিন বিলম্ব হয়েছে।

চলমান খাদ্য সংকট নিরসনে ভিয়েতনাম থেকে মোট আড়াই লাখ টন চাল আমদানি করা হচ্ছে।   এর মধ্যে প্রথম দফায় দেড় লাখ টন চাল আনা হচ্ছে।   ২০ হাজার টন চাল নিয়ে প্রথম জাহাজটি বহির্নোঙ্গরে এসে পৌঁছায়।   ১৯ জুলাই আরেকটি জাহাজ ও ২২ জুলাই অপর জাহাজটিও এসে পৌঁছাবে।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭

এমইউ/আইএসএ/টিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।