ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে একদিনে চার শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে একদিনে চার শিশুর মৃত্যু সীতাকুন্ডের সোনাইছড়ি ত্রিপুরা পাড়ায় ভাইরাস জনিত অজ্ঞাত রোগে আক্রান্ত ১১ শিশুকে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়্ । ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ত্রিপুরা পাড়ায় অজ্ঞাত রোগে একদিনে চার শিশুর মৃত্যু হয়েছে। এর আগে গত চার দিনে আরও পাঁচজন মারা যায়।

রোগের নাম জানা না গেলেও সংক্রামক ব্যাধি হওয়ায় ওই এলাকার আরও ৪০ জন শিশুকে ফৌজদারহাট বিআইটিআইডি সংযুক্ত সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  সীতাকুন্ডের  সোনাইছড়ি ত্রিপুরা পাড়ায় ভাইরাস জনিত অজ্ঞাত রোগে আক্রান্ত ৪০ শিশুকে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়্ ।                     <div class=

ছবি: উজ্জ্বল ধর " src="http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/child-fiver-bg-420170712201325.jpg" style="margin-bottom:5px; margin-top:5px; width:100%" />

অজ্ঞাত রোগে মারা যাওয়া শিশুরা হলো- কানাই ত্রিপুরা, জানাইয়্যা ত্রিপুরা, ফকতি ত্রিপুরা, রাইকচি ত্রিপুরা, পাখি ত্রিপুরা, কসমরাই ত্রিপুরা, রূপালি ত্রিপুরা, হৃদয় ত্রিপুরা ও শিমুল ত্রিপুরা।

সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখান থেকে আরও ৪০ শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে।

 সীতাকুন্ডের  সোনাইছড়ি ত্রিপুরা পাড়ায় ভাইরাস জনিত অজ্ঞাত রোগে আক্রান্ত ১১ শিশুকে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়্ ।  ছবি: উজ্জ্বল ধর

খবর পেয়ে বুধবার ঘটনাস্থলে ছুটে যান সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া। তিনি বাংলানিউজকে বলেন, অজ্ঞাত রোগে বুধবার ৪ জন এবং আগের চার দিনে পাঁচজনসহ মোট ৯ শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা এলাকায় এসেছি। এখনো রোগের নাম জানা যায়নি। তবে সংক্রামক ব্যাধি হওয়াতে এখান থেকে আরও ৪০ শিশুকে হাসপাতালে পাঠিয়েছি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত আট থেকে দশ দিন ধরে এলাকার শিশুদের শরীরে গুটি ও জ্বর দেখা দেয়। দুর্গম এলাকা হওয়ার কারণে সেখানে কোন ডাক্তার যান না। ফলে স্থানীয় হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে ওষুধ খাওয়ান। এতে শিশুরা সুস্থ না হয়ে মারা যায়। বুধবার একসঙ্গে চার শিশুর মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে প্রতিবেশিরা একজন শিশুকে ফৌজদারহাট বিআইটিআইডি সংযুক্ত সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা রোগ নির্ণয় করতে না পারায় হাসপাতাল থেকে চার সদস্যের দল সেখানে গিয়ে আক্রান্ত ৬ শিশুর রক্তের নমুনা নিয়ে আসে। পরীক্ষায় রোগ নির্ণয় হয়নি।

 সীতাকুন্ডের  সোনাইছড়ি ত্রিপুরা পাড়ায় ভাইরাস জনিত অজ্ঞাত রোগে আক্রান্ত ৪০ শিশুকে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়্ ।  ছবি: উজ্জ্বল ধর

ফৌজদারহাট বিআইটিআইডি সংযুক্ত সংক্রামক ব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক মামুনুর রশিদ বলেন, একজন শিশুকে হাসপাতালে আনার পর জানতে পারি আরও অনেক শিশু রোগে আক্রান্ত। কিন্তু হাসপাতালে আনেনি। পরে চারজন ডাক্তার গিয়ে আক্রান্ত শিশুদের রক্তের নমুনা নিয়ে আসে।

রক্ত পরীক্ষায় রোগ নির্ণয় হয়নি জানিয়ে তিনি বলেন, আমাদের ধারণা ভাইরাস জনিত কোন রোগ হতে পারে।

বাংলাদেশ সময়: ১৮৫১ঘণ্টা, জুলাই ১২, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad