ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

খালে ‍পড়ল অটোরিকশা, বিদ্যুতায়িত হয়ে তিনজনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
খালে ‍পড়ল অটোরিকশা, বিদ্যুতায়িত হয়ে তিনজনের মৃত্যু গভীর রাতে অটোরিকশাটি খালে পড়ে যায় (ছবি: সংগৃহীত)

চট্টগ্রাম: দুর্ঘটনাকবলিত অটোরিকশা খাল থেকে তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন তিনজন।  এদের মধ্যে দুজন আপন ভাই এবং আরেকজন সম্পর্কে তাদের চাচা।

মঙ্গলবার (২৮ জুন) গভীর রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, শাহাদাৎ হোসেন হান্নান (২১) ও তার ভাই আব্দুল মান্নান (২৪)।

  তারা দুজন কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী বকশিখোলা গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।

নিহত আরেকজন মো. নূর (২৮) একই গ্রামের পিয়ার আলীর ছেলে।

পটিয়া থানার ওসি শেখ মো. নেয়ামতউল্লাহ বাংলানিউজকে জানান, তিনজন পেকুয়া থেকে কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় গরু কিনতে এসেছিল।   রাতে ‍তারা ফিরে যাচ্ছিল।   অটোরিকশা চালাচ্ছিলেন নূর।   দুই ভাই যাত্রীর আসনে ছিলেন।

‘কাল (মঙ্গলবার) রাতে পটিয়ার দিকে বেশি যানজট ছিল।   জ্যামের মধ্যে পেছন থেকে আসা একটি অটোরিকশা আরেকটিকে ধাক্কা দেয়।   এতে ওই অটোরিকশাটি সড়কের পাশে মরা খালে পড়ে যায়।   তিনজন নেমে রশি বেঁধে সেটি টেনে তোলার চেষ্টা করে।   টানাটানিতে খালের ভেতরে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে যায়।   এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনই ঘটনাস্থলে মারা যায়। ’ বলেন ওসি

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বাংলানিউজকে জানান, খালের মধ্যে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে প্রথমে স্থানীয় কর্ণফুলী থানায় খবর দেয়া হয়।   পুলিশ এসে মরদেহ তিনটি উদ্ধার করে।

ঘটনাস্থল পটিয়া থানার অধীনে হওয়ায় মরদেহ উদ্ধারের পর তাদের হস্তান্তর করা হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম।

এদিকে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৭

আরডিজি/টিসি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।