ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি শিক্ষক সমিতির সাবেক সভাপতির মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
চবি শিক্ষক সমিতির সাবেক সভাপতির মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড.আহমেদ ফজলে হাসান চৌধুরী মারা গেছেন।  ইন্না ইলাহি.....রাজিউন।

চুয়াত্তর বছর বয়সী এই শিক্ষক মঙ্গলবার (২৭ জুন) বিকেল ৫টায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে নিজ বাসভবনে মারা ‍যান।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক ডিন প্রফেসর গাজী সালাহউদ্দিন চৌধুরী বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি জানান।

 

ফজলে হাসান চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সমাজবিজ্ঞান বিভাগের সাবেক ‍অধ্যাপক।

গাজী সালাহউদ্দিন জানান, বুধবার সকাল ১১টায় নাসিরাবাদ হাউজিং সোসাইটি মাঠে প্রয়াতের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

  বাদ আসর মিরসরাই উপজেলার চিনকি আস্তানায় গ্রামের বাড়িতে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন হবে।

স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে আছে প্রয়াত এই শিক্ষকের।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুন ২৭, ২০১৭

আরডিজি/টিসি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad