ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘খালেদা জিয়াই পারবেন গণতন্ত্র ফিরিয়ে আনতে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
‘খালেদা জিয়াই পারবেন গণতন্ত্র ফিরিয়ে আনতে’

চট্টগ্রাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।  একমাত্র বেগম খালেদা জিয়াই পারবেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে।  এজন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার (২৭ জুন) নগরীর মেহেদিবাগে নিজ বাসভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন আমির খসরু।

তিনি বলেন, দেশে আইনের শাসন গণতন্ত্র, জনগণের ভোটাধিকার, মানবাধিকার, বাকস্বাধীনতা নেই।

 দেশ এক সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে। এই সংকট থেকে উত্তরণে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।
 

মঙ্গলবার সকাল থেকে দলের নেতাকর্মী, পেশাজীবীসহ সমমনা লোকজনের ঢল নামে আমির খসরুর বাসায়।   তিনি লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন।   শুভেচ্ছা বিনিময়ে আসা লোকজনকে পরটা এবং মেজবানি মাংস দিয়ে আপ্যায়ন করা হয়।  

এসময় নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য সামশুল আলম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, রাঙ্গামাটির বিএনপি নেতা দীপেন দেওয়ান উপস্থিত ছিলেন।      

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৭

আরডিজি/টিসি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।