ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নাফ নদীতে নৌ ভ্রমণে গিয়ে ৩ শিশু নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
নাফ নদীতে নৌ ভ্রমণে গিয়ে ৩ শিশু নিখোঁজ নাফ নদীর একটি নৌঘাট। পুরনো ছবি

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে ভ্রমণে গিয়ে নৌকাডুবিতে ৩ শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় ৪ জনকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জালিয়াপাড়া এলাকায় ট্রানজিট জেটির কাছে এ নৌকাডুবি হয়।

নিখোঁজ তিন শিশু হলো- আনোয়ার (১০), সাদ্দাম (১২), মোহাম্মদ আলী (১০)।

তাদের সবার বাড়ি সদর উপজেলার জালিয়াপাড়ার এলাকায়।

নৌকাডুবির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস।

চারজনকে উদ্ধারের পর এখন নিখোঁজ তিনজনকেও উদ্ধারের চেষ্টা চালাচ্ছে তারা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বাংলানিউজকে জানান, নিখোঁজ তিনজনকে উদ্ধার তৎপরতা চলছে।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
টিটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।