ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তপন চক্রবর্তীর বাবার মৃত্যুতে সুচিন্তার শোক

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
তপন চক্রবর্তীর বাবার মৃত্যুতে সুচিন্তার শোক

চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগের যুগ্ম সমন্বয়ক তপন চক্রবর্তীর বাবা সুরেশ চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি পাঠিয়েছেন সুচিন্তা বাংলাদেশের আহবায়ক অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

এছাড়া সংগঠনের চট্টগ্রাম বিভাগের উপদেষ্টা স্থপতি আশিক ইমরান, মোহাম্মদ এমরান, সমন্বয়ক (ভারপ্রাপ্ত) আবু হাসনাত চৌধুরী,  যুগ্ম সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, কার্যকরী সদস্য শুকলাল দাশ, দেবাশীষ পাল দেবু, মনজুরুল হক, সৈয়দ নজরুল ইসলাম, আবুল হাসনাত মো.বেলাল, ডা.হোসেন আহমেদ, আবু ইউছপ, প্রণব চৌধরী, সরফরাজ নেওয়াজ খান রবিন, মোহাম্মদ বোখারী আজম ও নিলীমা আকতার চৌধুরী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ব্যুরো এডিটর ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী সংগঠনটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

বার্ধক্যজনিত রোগে ভুগে বাংলাদেশ সময় সোমবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে তিনি আমেরিকার নিউইয়র্ক শহরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।   তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

নিউইয়র্কে সুরেশ চক্রবর্তী তাঁর বড় সন্তান কবি ও আইনজীবী স্বপন চক্রবর্তীর কাছে ছিলেন।   সেখানে তাঁর স্ত্রী পারুল রাণী চক্রবর্তীও আছেন।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টায় নিউইয়র্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

সুরেশ চক্রবর্তীর বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলা সদরের শ্রীকূল গ্রামে।   স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন সুরেশ চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৭

আরডিজি/টিসি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।