ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জামায়াত আমিরের বাড়ি থেকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
জামায়াত আমিরের বাড়ি থেকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫

কক্সবাজার: মহেশখালী উপজেলা জামায়াতের আমির জাকেরের বাড়ি থেকে অস্ত্র-গুলিসহ বিভিন্ন মামলার পলাতক পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ জুন) দিনগত গভীর রাতে শাপালপুর ইউনিয়নের মুকবেকীর গোদারপাড়ায় উপজেলা আমিরের বাড়িতে গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে পুলিশ ৪টি এলজি, ২টি ৫ ফুট লম্বা কিরিচ, সাড়ে ৩ ফুট লম্বা ৬টি কিরিচ ও ৬টি কার্তুজ উদ্ধার করে। গ্রেফতার করে পাঁচজনকে।

গ্রেফতাররা হলেন- উপজেলা আমিরের ছোট ভাই আশরাফ হোসাইন টিপু সাদ্দাম (২৩), শাপলাপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. হানিফ (২১),  উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম (৩৫), তিনটি নাশকতা মামলার আসামি মৃত এজলাস মিয়ার ছেলে মো. শহিদুল্লাহ (৪০) এবং নুর মোহাম্মদের ছেলে আতাউর রহমান (২৬)। তারা সকলেই ‍মুকবেকীর বাসিন্দা।

পুলিশ সূত্র জানায়, শাপলাপুর ইউপির প্রধান ঈদ জামাতের আগে উপজেলা আমিরের ছোট ভাই সাদ্দাম ও জামায়াতের একদল সক্রিয় সদস্য ঈদগাহ মাঠে প্রকাশ্যে অস্ত্র নিয়ে লোকজনকে ধাওয়া করে। খবর পেয়ে পুলিশ গেলে তারা সেখান থেকে পালিওয় যায়। পরে তাদের গোপন বৈঠককালে অস্ত্রসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও ঈদের জামাতে নাশকতার দায়ে মামলা করা হচ্ছে।

মহেশখালী থানার উপ-পরিদর্শক (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে জানান, গ্রেফতার হওয়া প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
টিটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।