ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘বড় অঘটন ঘটেনি’, সিএমপি কমিশনারের স্বস্তি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
‘বড় অঘটন ঘটেনি’, সিএমপি কমিশনারের স্বস্তি

চট্টগ্রাম: ছিনতাইকারীর হাতে এক তরুণীর মৃত্যু এবং একজন বিদেশি নাগরিক ছিনতাইয়ের শিকার হওয়া ছাড়া নগরীতে আর বড় কোন দস্যুতার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সিএমপি কমিশনার মো.ইকবাল বাহার।  রমজানে এর চেয়ে বড় কোন অঘটন না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন সিএমপি কমিশনার।

রোববার (২৫ জুন) নগরীর প্রধান ঈদ জামাত জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দান পরিদর্শনের প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন সিএমপি কমিশনার।

এসময় তিনি বলেন, আমার জানামতে, দুটি সেনসিটিভ দস্যুতার ঘটনা ঘটেছিল এই রমজানে।

  দুটি ঘটনাই আমরা উদঘাটন করেছি এবং ‍যারা অপরাধী তাদেরকে কিন্তু ধরা হয়েছে এবং মালামাল উদ্ধার হয়েছে।  

‘দু:খের বিষয় একটি যে, শিরিন আক্তার নামের মেয়েটিকে জীবন দিতে হয়েছে।

  তবে অন্য কোন বড় অঘটন এই রোজার মাসে এই শহরে ঘটেনি।   এটা স্বস্তির বিষয়। ’

‘পুলিশসহ সবার সম্মিলিত প্রয়াসে এটি সম্ভব হয়েছে বলে আমার বিশ্বাস। ’ বলেন সিএমপি কমিশনার

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে ফাঁকা নগরীর নিরাপত্তার বিষয়ও ব্রিফিংয়ে তুলে ধরেন সিএমপি কমিশনার।

তিনি বলেন, আমরা অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি।   নগরজুড়ে ৯০টি মোটর সাইকেল টিম থাকবে।   এরা সমস্ত এলাকা ঘুরে দেখবে।   যারা বাসা ছেড়ে গ্রামে যাবেন, তাদের অনেকে থানাকে ‍অবহিত করার তথ্য আমরা পেয়েছি।   যে এলাকার মানুষ বেশি গ্রামে গেছেন সেখানে বেশি নজরদারি আমাদের থাকবে।  

‘যাতে কোনভাবেই চুরি-ডাকাতি ঘটতে না পারে সেজন্য মোটর সাইকেল পেট্রল, ফুট পেট্রল এবং গাড়ির পেট্রল সবগুলোই থাকবে।    বাসাবাড়ি ও আর্থিক প্রতিষ্ঠান যাতে নিরাপদ থাকে, সেজন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে। ’ বলেন সিএমপি কমিশনার

শেষ রাতে বিক্রির টাকা থানায় জমা রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিএমপি কমিশনার।  

তিনি বলেন, ব্যবসায়ীরা আজকের বিক্রিত টাকা, আজ শেষ রাতে কিংবা কাল ভোরে যখনই তিনি দোকানটি বন্ধ করবেন, যেহেতু ব্যাংকে জমা দিতে পারবেন না, সংশ্লিষ্ট থানায় উনি গেলেই জিডি করে আমরা টাকা জমা রাখব এবং পরে তিনি আবার টাকা ফেরত পাবেন।  

ব্রিফিংয়ের আগে পুলিশ কমিশনার জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতি ঘুরে ঘুরে দেখেন।  

এসময় সিএমপি কমিশনারের সঙ্গে উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন, অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো.আব্দুর রউফ এবং সহকারি কমিশনার (কোতয়ালী জোন) জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জুন ২৫, ২০১৭

আরডিজি/টিসি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।