ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজারে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
কক্সবাজারে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের সদর উপজেলার ঈদগাঁও ডুলাফকির মাজার সংলগ্ন মসজিদের পুকুরে ডুবে দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

তারা হলেন ওই এলাকার আবদুস সমদের স্কুল পড়ুয়া ছেলে তুহিন ও আবদুল্লাহ এবং আবু তাহেরের ছেলে মুবিন। রোববার (২৫ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জাল টেনে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তিনজনের মৃতদেহ উদ্ধার করে।

ওই এলাকার বাসিন্দা হেলাল উদ্দিন জানান, সকালে পাঁচজন মিলে পুকুরে বাঁশের ভেলায় উঠে খেলছিল।

সেখান থেকে তিনজন পড়ে যায়। পরে অন্য দুইজন স্বজনদের খবর দেয়। খবর পেয়ে এলাকাবাসী পুকুরে জাল টেনে অনেকক্ষণ পর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
টিটি/টিসি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।