ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় গরীবদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
পটিয়ায় গরীবদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

চট্টগ্রাম: ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের পটিয়া পৌরসভার সুচক্রদন্ডি গ্রামে ৩০০ গরীব মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে মানবসেবা মুলক সংগঠন ‘হাসি’।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী।

শুক্রবার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো.নাছির।   এসময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. আবু সৈয়দ, সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান, হাজী মো. আবু জাফর।

এছাড়া সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ রাসেল, মো.মহিউদ্দিন ও মো. আইয়ুব এবং এলাকার লোকজন উপস্থিত ছিলেন।  

এর আগে গত ২৭ মে বাঁশখালী উপজেলায় প্রায় ২৫০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করেছে হাসি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ২৪, ২০১৭

আরডিজি/টিসি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।