ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মহিষের মাংস ‘গরু’ বলে বিক্রি করে ধরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
মহিষের মাংস ‘গরু’ বলে বিক্রি করে ধরা

চট্টগ্রাম: মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রির সময় ম্যাজিস্ট্রেটের কাছে হাতেনাতে ধরা পড়লো এক অসাধু মাংস বিক্রেতা। শনিবার (২৪ জুন) নগরীর আগ্রাবাদের কর্ণফুলী মার্কেটে এ ভ্রাম্যমাণ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।

তিনি বাংলা্নিউজকে জানান, ঈদ উপলক্ষে কর্ণফুলী মার্কেটে ইঞ্জিনিয়ার শফিউল্লাহ নামে এক ক্রেতাকে গরু বলে মহিষের মাংস বিক্রি করেন এক মাংস ব্যবসায়ী। পরে সেখানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ওই ক্রেতার কাছে মাংস বিক্রেতাকে টাকা ফেরত দিতে বাধ্য করা হয়।
মাংস বিক্রেতাও স্বীকার করেছেন তিনি মহিষের মাংস বিক্রি করছেন।
পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে মাংসের বাজার নিয়ন্ত্রণে দিনব্যাপী নগরীর কর্ণফুলি মার্কেট, বদ্দারহাট কাঁচাবাজার ও ২নং গেটের কর্ণফুলি মার্কেটে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অতিরিক্ত মূল্যে মাংস বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ১৩ জন দোকানিকে ২৮ হাজার হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আনসার ব্যাটিলিয়নের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।  
 
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।