ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিভিন্ন ওয়ার্ডে শাহাদাতের ঈদবস্ত্র বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
বিভিন্ন ওয়ার্ডে শাহাদাতের ঈদবস্ত্র বিতরণ ঈদ বস্ত্র বিতরণ করছেন ডা.শাহাদাত হোসেন

চট্টগ্রাম: নগরীর ৯ নম্বর সংসদীয় আসনের বিভিন্ন ওয়ার্ডে ঈদবস্ত্র বিতরণ করেছেন নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন। ব্যক্তিগত পক্ষ থেকে শনিবার গরীব অসহায় পরিবারের মাঝে এসব ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

এসময় শাহাদাত হোসেন বলেন, বিত্তবানের সম্পদের উপর গরিবের হক আছে। ধনী ব্যক্তিরা গরিবের সাহায্যে এগিয়ে এলে সমাজ থেকে দারিদ্রতা অনেকাংশে কমে যাবে।

শনিবার সকালে নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে গরিব অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদবস্ত্র বিতরণ করেন ডা. শাহাদাত হোসেন।

এ সময় নগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সাহেদ, যুবদল নেতা এমদাদুল হক বাদশা, ছাত্রদল নেতা মোস্তাকিম মাহমুদ, যুবদল নেতা নাসিম চৌধুরী, ছাত্রদল নেতা রাকিবুল হাসান, সাদ্দামুল হক, মো. সেলিম, ইসমাইল হোসেন লেদু, মো. ফারুক, মো. সোহেল, আবদুল আউয়াল, মো. রহিম, কামাল উদ্দিন, মো. মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

সকাল ১১টায় ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণের সময় বাকলিয়া থানা বিএনপি‘র সাধারণ সম্পাদক নুরুল আলম রাজু, বিএনপি নেতা আবদুল্লাহ আল ছগির, আসাদুর রহমান টিপু, মো. আলমগীর, হাসানুল করিম, মো. জহির, মো. মুছা, আবুল কালাম, সাহিদা পারভিন, কহিনুর বেগম, মনোয়ারা বেগম, আবদুর রহিম, মো. ফোরকান প্রমুখ উপস্থিত ছিলেন।

দুপুর ১টায় পশ্চিম বাকলিয়া ডিসি রোডে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ করেন ডা. শাহাদাত। এসময় সমাজকল্যাণ পরিষদের মো. হোসেন, কামরুল ইসলাম, গাজী সিরাজউল্লাহ, জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, মো. গিয়াস উদ্দিন আবেদ, কামরুল হাসান তালুকদার, জাহেদ মুরাদ, প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকেল ৩টায় চকবাজার ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় ডা. শাহাদাতের সঙ্গে ওয়ার্ড বিএনপি’র সভাপতি মঞ্জুর আলম, সাধারণ সম্পাদক আবদুল হালিম, বিএনপি নেতা জামাল আহমেদ, জসিম উদ্দিন, নুরুল আলম শিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ঘণ্টা, জুন ২৪, ২০১৭

এমইউ/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।