ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৬০ ফুট ওপরে গাছের আগায় অজগর সাপ !

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
৬০ ফুট ওপরে গাছের আগায় অজগর সাপ ! গাছের আগায় পেঁচিয়ে আছে অজগরটি। ছবি: সংগৃহিত

চট্টগ্রাম: জাম গাছের সঙ্গে লম্বালম্বিভাবে জড়িয়ে ছিল অজগর সাপটি।এমন সময় পাশ দিয়ে যাওয়া মানুষদের নজরে পড়ে তারা হইহুল্লোড় শুরু করে দিলে ‘ভয়ে’ সাপটি ওঠে যায় গাছের একেবারেই ওপরে। তারপর সেখানে গোল করে গাছের সঙ্গে পেঁচিয়ে থাকে প্রায় ১০ ফুট লম্বার এই অজগরটি।

স্থানীয়দের নজরে আসার প্রায় ৮ ঘণ্টা পর গাছের ঢাল কেটে সাপটিকে বনে অবমুক্ত করা হয়।

ঘটনাটি মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার।

শনিবার (২৪ জুন) সকাল নয়টার দিকে প্রথম স্থানীয়দের নজরে আসে সাপটি। পরে তারা স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. সাহাব উদ্দিনকে খবর দেন।
সকাল দশটার দিকে ঘটনাস্থলে আসেন সাহাব উদ্দিন।

সাহাব উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দেখি সাপটি জাম গাছের একেবারে আগায় পেঁচিয়ে আছে। পরে আমি বন বিভাগের একজন কর্মকর্তাকে মুঠোফোনে বিষয়টি জানাই। ’

সাহাব উদ্দিন বলেন, ‘আমাদের এলাকায় আশেপাশে কোনো বন নেই। সম্প্রতি অতিবৃষ্টির কারণে হিঙ্গুলী নদী হয়ে এলাকায় পাহাড়ি পানির ঢল নামে। এই পানিতে স্থানীয় বাড়িঘর ডুবে যায়। আমাদের ধারণা সেই পানির ঢলে ভেসে সাপটি বন থেকে এখানে চলে এসেছে। তারপর পানি কমায় নদী থেকে ওঠে গাছে আশ্রয় নিয়েছে। ’

এদিকে খবর পাওয়ার পর বিকেল চারটার দিকে ঘটনাস্থলে এসে বন বিভাগের কর্মকর্তারা সাপটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করেছেন।

এ বিষয়ে বন বিভাগের মিরসরাই রেঞ্জের ফরেস্ট রেঞ্জার মো. রেজাউল করিম বাংলানিউজকে বলেন, ‘খবর পাওয়ার পর আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। সাপটি জাম গাছের প্রায় ৬০ ফুট ওপরে ওঠে গেছিল। পরে গাছের ঢাল কেটে সাপটিকে আমরা নিচে নামাই। এরপর সাপটিকে বনে অবমুক্ত করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।